DEHLIJ

তামিমৌ ত্রমি

 নির্মোহ





 অনেকেই বলছেন, 

সবকিছু নিয়ে রাজনীতি করবেন না।

করছি না।

উধোগামী ট্রেন বুধোনগরে পৌঁছে গেলেও না

সত্তর ঘন্টা অন্ন, জল না পেয়ে 

লখিন্দরের বাসরবেঞ্চে কেউ এলিয়ে পড়লেও না

সীমান্ত ছাল-চামড়া গুটিয়ে দিলেও না

প্রান্তিক একটি কুয়ো

একটা গোটা পরিবারকে গিলে খেলেও না

গাছের ডালে গামছা লটকে ঝুলে পড়লেও না

দুবছরের শিশু খেলার ছলে

মুখ থেকে চাদর বা 

চোখ থেকে ঠুলি সরালেও না..


অনেকেই বলছেন, 

সাহিত্যের মধ্যে রাজনীতি টেনে আনেন কেন?

তাই কোন কেন্দ্র থেকেই কোন বৃত্ত টানছি না

নির্ভেজাল নির্মোহ কবিতা লিখছি 

হে বিশুদ্ধসিদ্ধান্ত পঞ্জিকা মতে দরাজনৈতিক কবিতা আমার...

জন্মেই ঘুমিয়ে পড়ো।

লেখার টেবিলে।




ঘাসেরা

ঘাসেরা প্রেজেন্ট প্লিজ নাড়ে

আদিগন্ত হাওয়ায়

তার মধ্যে একটা ঘাস 

কখন ঝরে গেল

লেখা থাকে না খাতায়


তবু..

তাও...

যে ঘাসেরা প্রেজেন্ট প্লিজ নাড়ে

একমনে উজিয়ে যায় ধুলো-

কে যেন আজ কার সঙ্গে শুল!

2 comments:

  1. .. . . লিখে চলো হে কবি, শুধু. .

    ReplyDelete
    Replies
    1. এছাড়া আর তো কোন কাজ খুঁজে পেলাম না...

      Delete

FACEBOOK COMMENT