DEHLIJ

সুদীপ মন্ডল

 পরিবেশ



আমার শোবার ঘরে একটা খাট বুক সেলফ এবং একেবারে ডানদিকে টেবিলের ওপর অ্যাকুরিয়াম যার ভিতরে ব্ল্যাক ফিশ, অ্যাঞ্জেল টাইগার ও লাল লাল মাছগুলি গোল্ডেন ফিস।এইসব মাছের মধ্যে গোল্ডেন নাকি খুব সুখী মাছ তার টিকে যাওয়া দেখে আমরা গৃহস্থলীর সুখ-দুঃখের পরিমাণ নির্ণয় করতে পারি।সকালে ঘুম থেকে উঠে এবং রাতে শোবার আগে ওদের ড্রাই খাবার দিই আর ওরা মহানন্দে কপা কপ গিলতে থাকে, নিমেষে সব সাবাড়।রাতে যেহেতু পুরো বাড়ি ঘুমিয়ে থাকে তখন ওরা অ্যাকুরিয়াম থেকে বেরিয়ে এসে বিস্কুটের বয়াম থেকে বিস্কুট, ফ্রিজ খুলে কোল্ড ড্রিংকস খায় এবং সোফায় পা তুলে চানাচুর ও সর্ষের তেল দিয়ে মুড়ি খেতে খেতে এ ওর পিঠে ঘামাচি মারতে থাকে।যতক্ষণ এই মাছেরা বাইরে থাকে ঠিক এতোখানি সময় ধরে আমি ঘুম ভরা চোখে রঙিন মাছের মত অ্যাকুরিয়ামের​ ভিতর সাঁতার কাটে।এই সময় খাট আলমারি এবং বুকস সেলফস মরা মাছের মতো চোখে আমার দিকে তাকিয়ে থাকে ঠিক তখন বিন্দু বিন্দু ভাবে বামপন্থার জন্ম হয়।


No comments

FACEBOOK COMMENT