DEHLIJ

রূপক ব্যানার্জী

 আমরা যারা লিখব বলে






আমরা যারা শহর থেকে পাহাড়চুড়ো

দেখতে পেলে চমকে উঠে আত্মহারা

খাদের ধারে একলা বসে রহিম খুড়ো

টানলে বিড়ি, খসতে থাকে সকল তারা


আমরা যারা ভক্তিগীতি শুনলে পরে

আপনমনে দুলতে থাকি পাতার মত

হলদে কোন পাখির ডানা মতান্তরে

সিঁদুর ছুঁলে, ছিটকে আসে ইতস্তত


আমরা যারা মনের মত মানুষ পেলে

নিজের কথা বলতে পারি অসঙ্কোচে

চাঁদের বুকে বেসরকারি আইটি সেলে

দু'জন মিলে এ পৃথিবীর দুঃখ মোছে


আমরা যারা ঘুমের ঘোরে মফস্বলে

একটা দুটো পাহাড় দেখি অনেক নীচু

দু'দিন বাদে একটা কোন বিপদ হলে

কারুর তাতে যায় আসেনা বিশেষ কিছু


আমার চলে যাবার পরে ঠাকুরঘরে

সন্ধেবেলা একটা করে ধূপ জ্বালিও

ভরদুপুরে ভাবছি বসে তেপান্তরে -

জীবন নাকি মৃত্যু বেশি কাকতালীয় ?



২. স্তন


রূপক ব্যানার্জী



স্বর্গ জুড়ে কোপারনিকাস একলা হাঁটে

মায়াপ্রবণ সন্ধেবেলায় ইভের বুকে

বাদামিলাল টিলার পাশেই উল্কি কাটে

তাতেই আমি ঠোঁট ছুঁয়ে যাই অন্ধসুখে


দেহান্তরে তোমার আমার গ্যালিলিও'র

'সাইডেরিয়াস নানসিয়াস' লিখতে যাব

নিটোল দুটি অর্ধগোলক আমায় দিও

একটা কোন উপত্যকার ঋণ চোকাব


No comments

FACEBOOK COMMENT