DEHLIJ

রাহেবুল

পরাণ ফানা হয়া গেল বে                     

 


জান্‌ ফানা হয়া গেল বে

বাচ্চা+ওয়ালি/য়ালি/লি কুকুর টেরেনে করে চাঁদ্‌নি ঘুরে এলো

এসে, ঘুটে শুকোয় শূয়োরের খামাড় যেইখান্টায়, তার পার্শ্বের গলিতে

বন্‌ বন্‌ পিথিবী, তায় লোকের থিরিথিরি মগজগুলোও ঘুরচে-ঘুমোচ্চে-ঘুরচে

“বাচ্চায়ালি মাগিদিগের ঢং দেখে বাঁচি না”; নিউজ পোর্টালে হেডলাইন হবে কোনোদিন

এ শঙ্কা করে না কুকুরের বাচ্চারা, ফের টেরেনে চাপে; “উই চাঁদ্‌নি দেখা যায়”

 


ঝাণ্ডা  

 

সময়

সু+সময়

দুঃ+সময়

অমন ক্ষণে লালন কয়ে উঠলো: সময় গেলে সাধন হবে না।

ডাণ্ডায় বাঁধা ঝাণ্ডাগুলান সমস্বরে বলে উঠলো: ইনকিলাব

কতেক রামাল্লাহ্‌ আগের মতোই বোবাকালাকানা রহিলেন

পাড়ার গুণ্ডা শুধালো: বাঞ্চোত! শাসকই সময়! দেখিয়ে দোব

নাগরিকগণ পূর্বের মতোই পছন্দসই নাগর পেল না আজও; তজ্জন্য—

ইমুজি ভেজলো মহার কাছে “যদি কিছু লাভের রিয়্যাক্ট মেলে”?

 


চোখ-বাঁধানো আঁখি      

 

ওপরে সাদা

নিম্নে, মেঝে সাদা

ডায়ে-বাঁয়ে সাদা

সামনে-পেছনে সাদা

সাদার দেয়াল, সাদার ছাদ

 

মেঝেতে, মাঝে শুয়ে-বসে-দাঁড়িয়ে ধূলিকা— কাহারও ফসিল, কথা কওয়ার চায়

 

এ ঘরের ওপার্শ্বে, ওপাড়ে-ওদিকে পুরো কালো, পুরো আন্ধার

 

ধূলিকার মগজে মিহি ছানির আস্তরণ— পলিথিন মতো— আলো-অক্সিজেন আর আসে না— দেখা যায় না বাহির।

 


 


6 comments:

  1. লাভলি.....শেষেরটা মাখনের মতো মেখে নিলাম

    ReplyDelete
  2. লাভলি.....শেষেরটা মাখনের মতো মেখে নিলাম

    ReplyDelete
  3. লাভলি.....শেষেরটা মাখনের মতো মেখে নিলাম

    ReplyDelete

FACEBOOK COMMENT