অরিন চক্রবর্তী
শিল্প
গভীর নাভির গর্তে অন্ধের ঘুণ
শিল্পের আসরে
বহুবার কাটা-ছেঁড়া
শব্দকে নর্তকীর সাজ দিয়ে যাচ্ছে পুরোনো শকুন
এসো এই ক্ষেদোক্তির জন্মলগ্নে
শব্দকে শিল্পে ফিরিয়ে নাও
কয়েকটি বুকমার্ক ছাড়া
থেমে যাওয়াকে আর কিছু মনে হয় না—
ডুবছে বাবা
সেকেন্ডের দাগটা এক পাক ঘুরে যেতে
বাবা চলে গেল এপার থেকে ওপারে
আমি তার কাঁধ থেকে নেমে
পায়ের সামনে হাঁটু গেড়ে বসে থাকি
বাবা মাছের কাঁটার সাথে মিশে যায়
শ্যাওলা হয়ে ঝুলে আছে এখন
আমার দেয়ালে
বাবা ডুবে যাচ্ছে
ডুবে যাচ্ছে সেই পুকুরে
যেখানে ঘেন্নায় ছুঁড়ে দিয়েছি ব্যাঙাচি পাথর...
Post a Comment