সৈকত ঘোষ
দেহলিজ-১
নীল পুরুষ।
সে দুরন্ত প্রেমিক!
জাল ছড়িয়ে
রাখে অট্টহাসি
মেপে দেখো
অন্ধকার, নিরুত্তর সময়
সবুজ সমকোণ।
মুদ্রাদোষে মৃৎশকট
এ দ্বন্দ্ব
নয়, রোমহর্ষক আঁশবটি
নিশ্চিন্দিপুর, নিশ্চিন্ত পায়রাজল
দীর্ঘ
বোঝাপড়া। কে কার পাশ ফিরে শোয়
এভাবে
আকাশটা মাটি হয়ে যাবে
যেভাবে উলটে
যায় ঘাতক কলনবিদ্যায়
দেহলিজ-২
দেবদারু অনুসরণ। কেঁপে
ওঠে নক্ষত্রযুদ্ধের ভিত।
বয়স বাড়ছে আকাশের, লয় হারিয়েছে মৌন সংগীত
গুস্তাখি মাফ। কিছুটা
বিস্মৃত মৃত হাসি
এভাবে বিন্যাস পালটে
যায়। চরিত্র ও চেতনা
হাওয়াবালিশ, ছরহীন বেহালায়। ধুলো মুছে দেয়
সময়ের পাশে সময় বসে
থাকে। অন্ধকার হিতাকাঙ্খী
এভাবেই সৃষ্টি লেখা হয়।
শব্দেরা জন্ম-প্রবন।
কারো কি আসার কথা ছিল? দেয়ালে অদৃশ্য অনুবাদ
উপস্থিতির ছিল না
বিশেষণ। থেকে যায় আকাশ-মাটি-জল
দেহলিজ-৩
বরং তাকে জানিয়ে দিও।
পাতা খসে পড়া প্রস্তুতিবিহীন।
এ উন্মোচন কামনার হলুদ
আত্মরতি
উপমা পালটে যায়। গভীরতা
ক্রমশ গভীর
প্রতিযোগিতা শুরু হয়।
পাহাড় ক্লান্ত হলে নিভে যায় দিন
চোখ ছুঁয়ে দেখো দৃষ্টিরা
প্রতিবিম্ব, নাজুক
বাঁধ ভেঙে যায় আঁধারের।
প্রতীক আঙুরবালা
বিশুদ্ধ বেজে ওঠে।
যৌনতায় সম্ভাবনা তৎপুরুষ
দৃশ্য জড়ো করে দৃশ্যের
সঙ্গম, অসুখ সেরে যায়
ইহকাল পরকাল নেই। যা
কিছু আনন্দময়, আত্মদর্শন
Prodigious...
ReplyDelete