সুকুমার চৌধুরী
ছন্নঘুমের দেশে
সুকুমার চৌধুরী
শুয়ে তো পড়িনি
শুধু এক ছন্নঘুমের দেশে
কে যেন এনেছে টেনে
ছেনি ও ঠোকরগুলি রেখে গেছে
শুধু এই কুয়াশার দেশে
ঠুক ঠুক ঘুমঘোর । তনিক কাঁপন ।
আলোক পাঠাও । অন্য কোন গান ।
এসো । তুলে নাও ছেনি ও ঠোকর ।
শুয়ে তো পড়িনি । ভুলিনি উড়াল ।
শুধু এক ছন্নঘুমের দেশে
কে যেন এনেছে টেনে
ছেনি ও ঠোকরগুলি রেখে গেছে । নাও ।
ধন্যবাদ পীযুষ ।
ReplyDelete