দেবাশিস মুখোপাধ্যায়
অক্ষর লিপি
১.
মাকড়সার জাল । আমাকে ঢুকিয়ে নেয় ।
বিছানা ভেবে জড়িয়ে নি
জ্বালা সর্বাঙ্গে ।
কীটের সাথে সহবাসে
ক্রমশ কীট ।
ঝুলে
আছি।
ট্রেনে
বাসে
লোক গাল পাড়ে
গাল বেয়ে
জল
কিন্তু বর্ষা নয়। বর্শাও না এই মুহূর্তে রোদ
তবুও ফালাফালা । ফালতু জীবন
চিতা বাঘ না
চিতা
কাঠের মৃত্যুর পর মৃত কাঠেই
আমি ঈশ্বর ...
২.
এক একটা পথ কিছু তৈরি করে
তাকে কেউ মায়াবী বলে কেউ ছায়া
আমি সরিয়ে দিলে সবুজ হই আর
কোথাও একটা সমুদ্র গুপ্ত
গুপ্তধন খুঁজতে খুঁজতে সে দেখে
নিজেকে আকাশের খোলায়
পাখির বুক দেখে সে লিখেছিল
ঢেউ আর খয়েরি পাহাড়ের আশ্রয়.
সয়ে যেতে হয় অসুখ আর যন্ত্রণা
সে উপশম কাছে না এলে ওষুধও
কাজ করে না আর দ্যাখো মৃত্যু
সেও অনেক দূর বেঁধে রেখেছে চোখ
খেতে বীজতলা তৈরি করেছি কেন
জলভাসি কল্পনায় আনি !
৩.
অক্ষর লিপি
ভেজা মেয়ে দেখছে ভেজা মেয়ে । এসবের ভিতর শরীর । রঙ সরে গেলে পুরনো দেওয়াল আর যন্ত্রণা
নারদ জানে । অনন্ত শয্যার রহস্য । সবাইকে লক্ষ্মী হতে হয় । বৈকুন্ঠের এমনই টান কুন্ঠা এলেই তৃতীয় অবতার
তার ছিঁড়ে গেলে গান থামে । শাড়ি ও অন্তর্বাস উড়ে যায় । লিঙ্ক হারিয়ে শুধু চুপচাপ কমলকুমার আর
গোলাপ সুন্দরী
রিসাইকেল বিন । বিনয় প্রকাশ । স্ব চাকায় । অঘ্রাণের অনুভূতি মালায়
গণিতের জটিল তত্ত্ব সরল শীত কুয়াশায় মাখা
শান্ত প্রেম এসে কবির জীবনে অক্ষর পাল্টে দেয় আর পাতাও পাতাতে পারে না ভাব পাতায়
Post a Comment