DEHLIJ

নীলাব্জ চক্রবর্তী

কাঠের দিন 





ছবির নীচে

কাঁচের মাংস লোহার মাংস

লিখতে লিখতে

বোতামের উপনিবেশ

মানে

এই নির্লিপ্ত জলবায়ু

আমায় ভাবছে

ওই ডেলিভারেবল লিস্ট

আলো অবধি যে বাজার

আঙুল ও তামাশার মধ্যে

যে ব্যালেন্স

যে সামার ব্লুজ

খুলে

পড়ে যাচ্ছে একটা একটা কাঠের দিন…



একটি বর্ণান্ধ কবিতা  

 

 

দাঁতের ভেতর চলে যাওয়া

সমস্ত টুকরো টুকরো অভ্যাস নিয়ে

যে ভাষা

আঙুল অবধি এই নির্মাণ এক ঘর

আকাশী বৃত্ত দেখতে দেখতে

কাঁচের সহজ মানে

জল খুলে

ছায়া খুলে

গভীর যত মোম

মাংসের ক্ষত হয়ে

একটি বর্ণান্ধ কবিতায়

কাগজের ওপর কাগজই ঝরে পড়ছে...


1 comment:

  1. কাগজের উপর কাগজেরা এভাবেই ঝরে পড়ুক জল খুলে....

    ReplyDelete

FACEBOOK COMMENT