DEHLIJ

ইন্দিরা দাশ

ছায়া থেকে যায় কখনও



কখনও ছায়ারা পেছনে থেকে যায়
যেভাবে ছায়া রেখে যায় ফুল
ভারী বৃন্তে ফলের গভীরে
যেমনটি ছায়া ফেলে রেখে
বিকেলের মেঘ চলে যায় ফিরে
আহা, টিয়ারঙ লাজুক পুকুরের বুকে
যেন পঞ্চমের ছায়া নিয়ে রেখাবে ছায়ানট
স্থির হয় মুহুর্ত অচঞ্চলা
ছায়া রেখে চলে যায় প্রাক্তন চুম্বনের স্বাদ
অগভীর ঘুমের রাত্রির সর্বশেষ যামে
অসচ্ছ মনন জুড়ে অসোয়াস্তিতে
যে কথা কিছুতেই যায়নাকো বলা
ছায়া ফেলে চলে যায় ছায়া-মানুষেরা
যারা উড়ো-খই স্নেহ-বেদনার গান পেছনেতে ফেলে
পাড়ি দেয় অজানার পথ
আয়নায় রেখে যায় প্রিয় হাসি
অথবা থুতনির তিলখানায়
স্মরণ শপথ
ছায়া গভীরতর হয়
ছায়া সত্যি হয়ে ওঠে নতুন অঙ্কুরে
আবার পড়িয়ে দিতে মনে
কখনও ছায়া থেকে যায়,
থেকে যায় গভীর ভেতরঘর জুড়ে


1 comment:

FACEBOOK COMMENT