DEHLIJ

স্বপন রায়

 উপকবিতা                  

                                                    


১১.


তর্কে ফল ওঠে

প্রশাখাপ্রণীত ফলে তার হাত

ফলের এমনই মত যে দেখছ যখন

ছুঁয়েও ফেলছ যখন

তর্কের বাইরে শোনো ফলে মাখা রোদের হিস হিস

 

ফল থেকে যা যা হয়

আর যা হয় না সেই স্পৃহাগুলো ভিটামিনগুলো

যেন ঘরে ভেজা গান

বা গোঁ

 

ফল প্রকাশিত হলে রটনাঘটিত হাতে

পাপ জড়ো হয়

 

স্খলিত খসে পড়া ফলের দিকে ফিরেও দেখে না

 তর্কগুলো

..

১২.

ঘন জড়ো হয়

শীত করে

শীতঘ্ন

আমি বলতেই ফুল আবার কুঁড়িতে

হিমকাঁচা তো হিমের দাদা খুব পাকা,গালি দেয়ার সময় ভাবে

সারাণ্ডা কাঁপছে

ওজরে ও জ্বরে তার হরিণশেখা চোখেও কালশিটে

ঘন

রাত হলেই আলোয় টান মারে জেব্রা

শীত ঢাকতে ঢাকতে চলে যায় এক কোটি আদিবাসীর গর গর

দুঃখ এই

সুখও এই নেহাতই জেগে ওঠা সভার ভেতরে তির তির ধনুকের

ও হ্যাঁ,নদীরও

 

কুঁড়ি ফুলের সর্বনাশ চায় না

ফুল এই সমাবেশেই ফুটে ওঠে,জানতোই না যে সর্বনাশ এক বিশাল কোম্পানি

তুলতে তুলতে আসছে

শীত

হিম

দাঁতে বিভিন্ন গন্ধ

জলের মাংসের গাছের ফুলের 



2 comments:

  1. আপনার কবিতায় নিরীক্ষা থাকলেও,'রস'টা কিন্তু থেকে যায়।
    আরেকটা ব্যাপার, কবিতাকে কখনো ভারাক্রান্ত হতেও দেখিনি..

    ReplyDelete
  2. ভালোলাগা দাদা।প্রত্যাশিত

    ReplyDelete

FACEBOOK COMMENT