DEHLIJ

পৃথা দাশ

 সফরনামা 

রোজ  সকালের  সূর্য   ঘড়ি  নিয়ম  মেনে
বুড়ি  ছুঁয়ে  ঘুরতে  বেরোয়  বারাখাম্বা   রোডে,
    লিউটিয়ন্সের  মানচিত্রে  তখন
    এম-সি-ডি  তৈরি করে
     জরুরী  জবরদখল   কাগজ।
অগ্রসেনী  বাওলির  সিঁড়ি,  আরাবল্লী  সিয়াসত
  কয়্যারির ভাঙাচোরা  পাথরে খোদাই করে
   শিলাপটে  শিল্পীর  আত্মকথার পাণ্ডুলিপি
   বোহেমিয়ান মেল্টিঙ  পট  শহরের  দেওয়ালে
         আঁকা হয় সময়ের  গ্রাফিতি ;
বলবনস্  টুম্ব , শেখু বাবার  জাহাঙ্গীর নামা
ডাউনলোডেড   পেনড্রাইভে   রেট্রোসপেক্টিভ
   রেকর্ডেড   আজ  কি তাজী  খবরেঁ
       ধূলো  ওড়ে  মহাফেজখানায়
   ঘোড়সওয়ার তুর্কী , কান্দাহারের ইতিহাস
     একসাথে  বাঁধাই   দফতরে খুঁজতে থাকে   
      ডায়াস্পোরিক   শিকড়ের   সন্ধান  
      মুহাজীর  দেহলীজ পার  করে  মিশে  যেতে  থাকে
        অতীত আর  বর্তমানের  নাইট  শেল্টারে ।।

      

ভাবনায়পেন্ডুলামের আড়াআড়ি   দোলায়
 জেগে থাকে  স্বপ্নহীন  রাত
চৌকিদারের  বাঁশিতে  সাপ  খেলানো  সুর
আয়নার পর্দার আড়াল  একটু সরালেই
 ধরা  পড়ে  যায়   মুখোশের  চেহারা
    নিজের  সাথে  কথার  ঢেউ  অবিরল
         ঘূর্ণিপাকে  তলিয়ে   যাওয়া
         বোঝাপড়ার     মুন্সিয়ানায়
         অন্তহীন  জটিল  যতিচিহ্ন
          স্মৃতির  ধুলোয়  ক্রমশঃ
           আবছা  হয়  হ্যামলিনের  মানচিত্র ।।


 অধুনা


 মোবাইল সোয়াইপে  আঙুল চলে  
 আইকনিক জটিলতার অন্য অঙ্ক
কত ফেসবুক, হোয়াটস অ্যাপ ইমোজি
ঢেউ তোলে রাতজাগা  চশমার কাঁচে
নায়িকা  রুবি  রায়ের  স্ক্রিন জোড়া  ছবি ,
নেহরু প্লেসের  মেট্রো  পথে পাতাল  কাঁপে
স্টারবাক্সের ধোঁয়া ওঠা গরম কাপে ঠোঁট
কফি লাতে  ছুঁয়ে  দেখে  দেসদিমোনা ।
 ব্যস্ত সমস্ত ফুডকোর্টের  নগরায়ন নৈর্ব্যক্তিক
 বিজ্ঞাপনী টি ভির ফেয়ার এন্ড লাভলিও
   আচ্ছন্ন  এখন  পদ্মাবৎ  রোমান্সে
        ওথেলো  আসে  নি আজ
       হয়ত  আর  আসবে না কখনও
      বাকি থেকে গেল 'দ্য লাস্ট  কিস
      ওপন এন্ডেড  ছোটো গল্প   হয়েই ।।
No comments

FACEBOOK COMMENT